জীবন যেখানে যেমন (পর্ব ৪)

লিখেছেন লিখেছেন শেখ সাদী ২৬ আগস্ট, ২০১৩, ০৭:০২:১৩ সন্ধ্যা

১..আমার দাদি

গ্রামে যাই, সেখানে কয়েক দিন থাকি ।গ্রামে দাদি আছে ।আমাদের অনেক আদর করে ।যখন রাত্রে ঘুমিয়ে থাকি মাঝ রাত্রে দাদি এসে ঘুম ভাঙ্গিয়ে বলবে ভোগ লাগেছে, কিছু খাবি, ঘুম আহে না । অথচ এতক্ষন দিব্বি ঘুমাচ্ছিলাম ,আর রাত্রে তো খেয়েই ঘুমিয়েছি ক্ষুধা লাগবে কেন ।বৃদ্ধ মানুষ আবার দাদি তাই কিছু বলি না। এটাই দাদির ভালোবাসা ।

আমার বন্ধুর দাদু

আমার বন্ধুর জীবনের পাতা থেকে ওর দাদুর একটি ঘটনা আমার সাথে শেয়ার করেছিল সেটাই লিখছি ওর ভাষাতেই ।

"তখন আমি প্রাইমারিতে পড়ি । একবার সকাল বেলা নাস্তা না করে স্কুলে চলে যাই। বাসায় বকা দিয়েছিল তাই রাগ করেছিলাম ।দাদু আমার জন্য রুটি, কলা কিনে আমার স্কুল পর্যন্ত চলে এসেছিল ।পরে ক্লাসে কলা ,রুটি দিয়ে আসছিল ।এখন দাদু নেই ।না ফেরার দেশে চলে গেছে ।

আমি কলেজে পড়ি ।এখন রাগ করে চলে গেলে কেউ আর রুটি, কলা নিয়ে আসে না ।দাদুকে অনেক মিস করি । ১আমার দাদি

গ্রামে যাই, সেখানে কয়েক দিন থাকি ।গ্রামে দাদি আছে ।আমাদের অনেক আদর করে ।যখন রাত্রে ঘুমিয়ে থাকি মাঝ রাত্রে দাদি এসে ঘুম ভাঙ্গিয়ে বলবে ভোগ লাগেছে, কিছু খাবি, ঘুম আহে না । অথচ এতক্ষন দিব্বি ঘুমাচ্ছিলাম ,আর রাত্রে তো খেয়েই ঘুমিয়েছি ক্ষুধা লাগবে কেন ।বৃদ্ধ মানুষ আবার দাদি তাই কিছু বলি না। এটাই দাদির ভালোবাসা ।

২...আমার বন্ধুর দাদু

আমার বন্ধুর জীবনের পাতা থেকে ওর দাদুর একটি ঘটনা আমার সাথে শেয়ার করেছিল সেটাই লিখছি ওর ভাষাতেই ।

"তখন আমি ৫ম শ্রেণীতে পড়ি । একবার সকাল বেলা নাস্তা না করে স্কুলে চলে যাই। বাসায় বকা দিয়েছিল তাই রাগ করেছিলাম ।দাদুর আমার জন্য রুটি, কলা কিনে আমার পিছুপিছু স্কুল পর্যন্ত চলে এসেছিল ।এখন দাদু নেই ।না ফেরার দেশে চলে গেছে ।

আমি কলেজে পড়ি ।এখন রাগ করে চলে গেলে কেউ আর রুটি, কলা নিয়ে আসে না ।দাদুকে অনেক মিস করি ।

বিষয়: বিবিধ

১৩৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File